ঢাকা, সোমবার   ০৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, ব্যবসায়ীর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৯, ২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজিউল আলম (৩০) নামে এক সিএন্ডএফ ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে নয়টার দিকে যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামে যশোর-মাগুরা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাজিউল যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়ার মৃত বাদল বিশ্বাসের ছেলে। তিনি ঢাকা বিমান বন্দরের একজন সিএন্ডএফ (কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং) ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজিউল যশোর থেকে মাগুরার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রাজিউল। 

দুর্ঘটনায় তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়েমুছড়ে যায়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি