ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাক-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৮, ১১ অক্টোবর ২০২৪ | আপডেট: ১০:১৯, ১১ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (১১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার সল্লা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে একজন ট্রাক চালক ও অন্যজন হেলপার। একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আনোয়ারুল ইসলাম। তিনি ঠাকুরগাঁওয়ের মহেশপুর গ্রামে আজহারুল ইসলামের ছেলে। অপরজনের পরিচয় জানা যায়নি। 

আহত কাভার্ডভ্যানকে চালকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসাইন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাক ও উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা কাভার্ডভ্যান মহাসড়কের কালিহাতীর সল্লা এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক আনোয়ার হোসেন ও হেলপার নিহত হয়। আহত হয় আরেক কাভার্ডভ্যান চালক। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি