ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

ট্রাফিক আইন ভঙ্গ: ২১ লাখ টাকা জরিমানা আদায় ডিএমপির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৫, ২০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৭:৩৭, ২০ ডিসেম্বর ২০১৭

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে ৩০৮৮টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রেপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এই সময় ট্রাফিক আইন অমান্যকারীদের কাছ থেকে ২১ লাখ ৮০ হাজার ১০০টাকা জরিমানা আদায় করা হয়। 

গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এই জরিমানা আদায় করেন। এ সময় আইন ভঙ্গের দায়ে ৪২টি গাড়ি ডাম্পিং ও ৫৪৭টি গাড়ি রেকার করা হয়েছে বলে জানা গেছে। ট্রাফিক সূত্রে আরও  জানা যায়, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৩৯৮ টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর মধ্যে হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ১২৮টি, হুটার ও বিকন লাইট ব্যবহারের জন্য ২৮টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৩৬ টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া এ সময় ট্রাফিক আইন অমান্য করার কারণে মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এসময় ট্রাফিক আনই ভঙ্গের অভিযোগে ৯৬০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া ৩৬টি মোটরসাইকেল আটক  করা হয়েছে বলে জানা গেছে। ডিএমপির ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে।

এমজে/ এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি