ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাফিক আইন মানলে ফ্রি সিনেমার টিকিট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৮, ১ অক্টোবর ২০১৭ | আপডেট: ২২:০৮, ২ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

আগামী শুক্রবার, ৬ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমা। মুক্তির আগে একটি অফার দিয়েছে  ঢাকা অ্যাটাক টিম।

ট্রাফিক আইন মেনে চলাচল করলে নগরবাসীদের ফ্রি সিনেমার টিকিট দেবে ঢাকা অ্যাটাক চলচিত্র টিমের সদস্যরা। এ লক্ষ্যে রাজধানীর বেশ কয়েকটি ট্রাফিক পয়েন্টে অবস্থান নিয়েছেন তারা।

এ সময় ট্রাফিক পুলিশের কর্মকর্তারা নগরবাসীদের ট্রাফিক আইন নিয়ে টিপস দেবেন।

এছাড়া ছবিটির প্রচারণায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছেন ছবিটির নায়ক আরেফিন শুভ। তাদের সহযোগিতা করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিট।

উল্লেখ্য, দীপংকর দীপনের পরিচালনায় ছবিটির কাহিনী লিখেছেন কাউন্টার টেররিজম এন্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের উপ কমিশনার সানি সানোয়ার। ছবিতে আরও অভিনয় করেছেন মাহিয়া মাহি, এ বি এম সুমন, কাজী নওশাবা আহমেদ, আফজাল হোসেন, আলমগীর, সৈয়দ হাসান ইমাম প্রমুখ।

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি