ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ট্রাম্পকে অনুমোদন না দেয়ার ঘোষণা দিয়েছেন টেড ক্রুজ

প্রকাশিত : ১৮:২০, ২১ জুলাই ২০১৬ | আপডেট: ১৮:২০, ২১ জুলাই ২০১৬

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অনুমোদন না দেয়ার ঘোষণা দিয়েছেন টেড ক্রুজ। যদিও আগেই ধারণা করা হচ্ছিল টেক্সাস গভর্ণরের অনুমোদন পাবেননা ট্রাম্প। কিন্তু কনভেনশনের ৩য় দিন বক্তব্য দিতে এসে শেষমেশ ট্রাম্পকে তুলোধুনা করেই ছাড়লেন তিনি। রিপাবলিকান প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানানোর পরিবর্তে সবাইকে নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে ভোট দেয়ার আহ্বান জানান ক্রুজ। এমন বক্তব্যের প্রতিবাদে উপস্থিত ডেলিগেটরা ব্যপক বিক্ষোভ প্রদর্শন করলে তুমুল হট্টগোল শুরু হয় সভাস্থলে। তার ১৮ মিনিটের ভাষনে একবারও ট্রাম্পের নাম উল্ল্যেখ করা হয়নি। শুক্রবার প্রার্থী হিসেবে ট্রাম্পের অনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে দলীয় এই কনভেনশন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি