ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪

ট্রাম্পের ঘোষণা ঐতিহাসিক বিজয় : নেতানিয়াহু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৮, ৭ ডিসেম্বর ২০১৭

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেছেন সেদেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর এ ঘোষণাকে ঐতিহাসিক বিজয় হিসেবে দেখছেন তিনি।

ট্রাম্পের ঘোষণাকে সাহসী ও যথোপযুক্ত আখ্যা দিয়ে নেতানিয়াহু বলেন, ট্রাম্পের ঘোষণা শান্তির সিঁড়ি আরও একধাপ এগিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, জেরুজালেম ৭০ বছর ধরে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃত ছিল। তবে এতোদিন ছিল কেবল অপেক্ষার পালা।

ইসরায়েলের শিক্ষামন্ত্রী নাফটালি বেনেট যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ভুয়সী প্রশংসা করে বলেন, ইহুদি রাষ্ট্র গঠনে জেরুজালেমের দেয়ালে আরও একটি ইট গেঁথে দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের অন্যান্য দেশগুলোকেও যুক্তরাষ্ট্রের পথ অনুসরণের আহ্বান জানান তিনি।

সূত্র: বিবিসি

এমজে/ এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি