ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ট্রাম্পের চেয়ে আরও এগিয়ে কমলা হ্যারিস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩, ১৯ আগস্ট ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আরও এগিয়ে গেছেন ডেমোক্র্যাট কমলা হ্যারিস। বিভিন্ন জরিপে ট্র্যাম্পের চেয়ে এখন ৬ পয়েন্টে এগিয়ে হ্যারিস। 

আগামী সপ্তাহে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন সামনে রেখে এবার বিভিন্ন রাজ্যে বাস ট্যুর শুরু করেছে হ্যারিস ও তার রানিংমেট। 

অন্যদিকে ব্যাটেলগ্রাউন্ড রাজ্যগুলোতে প্রচারে ব্যস্ত ট্রাম্প। পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে কমলাকে ব্যক্তিগত আক্রমণ করেন ট্রাম্প। এ নিয়ে খোদ দলের মধ্যেই সমালোচনার মুখে পড়েছেন তিনি। 

এদিকে সংবাদ মাধ্যম এবিসি ও রয়টার্সের জরিপে দোদুল্যমান চার রাজ্যেই ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা। 

গেল ২১ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেনের সরে দাঁড়ানোর পর প্রতিদ্বন্দ্বিতায় নামেন বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি