ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

‘ট্রাম্পের জয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে বড় পরিবর্তন হবে না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫১, ৭ নভেম্বর ২০২৪

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক নিয়ে আগাম ধারনা করে কোনো লাভ নেই জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়ে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বড় ধরনের কোন পরিবর্তন হবে না। আগামী ২-৩ মাস পর আমেরিকা কিভাবে প্রশাসন চালায় তা দেখেই ঢাকা সিদ্ধান্ত নেবো।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শুধু যে দলের ভিত্তিতে হয়, তা তো না। আমাদের সঙ্গে বাইডেন প্রশাসনের যেসব বিষয় নিয়ে আলাপ চলছিল বা তাদের যেসব চাওয়া ছিল বা নেগোসিয়েশন হচ্ছিল সেগুলো পূর্ববর্তী ট্রাম্প প্রশাসনের সঙ্গেও ছিল।

তিনি বলেন, ট্রাম্প প্রশাসন এবং বাইডেন প্রশাসনের মাঝে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন হবে, তা আমি মোটেও মনে করি না। আমরা যোগাযোগ করার চেষ্টা করব। তারপর দেখা যাবে কী হয়।

এর আগে গত মঙ্গলবার আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে জয় পান রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জয়ে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।

পরে বুধবার নির্বাচনের ফল ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেন, মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ে আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও উন্নতির শিখরে যাবে।

এছাড়া ডেমোক্রেটিক ও রিপাবলিক দুই দলেই ড. ইউনূসের বন্ধু আছে জানিয়ে প্রেস সচিব বলেন, ট্রাম্পের জয়ে সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করি আমরা।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি