ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাম্পের বিজয়ে নীরব পুতিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৭, ৬ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে জয়লাভের জন্য অভিনন্দন জানানোর পরিকল্পনা করছেন না বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। 

বুধবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম পলিটিকো। 

এদিন স্থানীয় সময় সকালে এক প্রেস ব্রিফিংয়ে পেসকভ বলেন, ট্রাম্পকে প্রেসিডেন্টের অভিনন্দন জানানোর কোনো পরিকল্পনা সম্পর্কে আমি অবগত নই। আমরা এমন একটি দেশের কথা বলছি, যা আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি ও পরোক্ষভাবে যুদ্ধে লিপ্ত।

২০১৬ সালে মার্কিন নির্বাচনে ট্রাম্প জয়লাভ করার পর বিশ্বনেতাদের মধ্যে পুতিনই প্রথম তাকে অভিনন্দন জানিয়েছিলেন।

অন্যদিকে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কের অবনতি হবে কি না, জানতে চাইলে পেসকভ বলেন, এটা প্রায় অসম্ভব। 

কারণতিনি বলেন, দুই দেশের সম্পর্ক ইতিমধ্যে ‘ঐতিহাসিক নিম্নগামী স্তরে’ রয়েছে। 

রুশ মুখপাত্র আরো বলেন, এরপর কী হবে, তা নির্ভর করছে মার্কিন নেতৃত্বের ওপর। প্রেসিডেন্ট পুতিন একাধিকবার বলেছেন, তিনি ন্যায্যতা, সমতা ও পারস্পরিক উদ্বেগের ভিত্তিতে গঠনমূলক সংলাপের জন্য উন্মুক্ত। বর্তমানে মার্কিন প্রশাসনের অবস্থান সম্পূর্ণ বিপরীত। জানুয়ারিতে কী ঘটে, সেটাই দেখার বিষয়।

এছাড়া ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি নিয়ে পেসকভ জানান, রাশিয়া অপেক্ষা করছে, ট্রাম্প ক্ষমতায় আসার পর তিনি কী পদক্ষেপ নেন তা দেখার জন্য, তার পরই আলোচনা শুরু হবে।

 তিনি আরো বলেন, ‘ক্ষমতায় আসার পর বক্তব্য কখনো কখনো ভিন্ন রূপ নেয়।

এ কারণেই আমরা সাবধানে সব কিছু পর্যবেক্ষণ করছি এবং নির্দিষ্ট কথা ও কার্যকর পদক্ষেপের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেব।’

এদিকে ভোটে জিতে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রত্যাবর্তন নিশ্চিত করেছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। উইসকনসিন অঙ্গরাজ্যে পাওয়া একটি জয় তাকে ২৭৭ ইলেকটোরাল ভোট এনে দিয়েছে। এর আগে সুইং স্টেট পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে ট্রাম্প জয়ী হন। ট্রাম্পই প্রথম দণ্ডিত অপরাধী, যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন।

যদিও বিশ্বজুড়ে রাজনৈতিক নেতারা নতুন প্রেসিডেন্ট-নির্বাচিতকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী হ্যারিস বা বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন—কেউই ট্রাম্পের জয় নিয়ে মন্তব্য করেননি। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের জয়ের পাশাপাশি সিনেটেরও নিয়ন্ত্রণ নিয়েছে রিপাবলিকানরা।

সূত্র : পলিটিকো

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি