ট্রাম্পের রম্যশালায় ৫ রমনী!
প্রকাশিত : ১২:০৬, ১০ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৪:০৫, ১০ নভেম্বর ২০১৭
২০১৩ সালে রাশিয়া সফরকালে ট্রাম্পের হোটেল কক্ষে পাঁচ `সেক্সি’ রমনী পাঠানোর প্রস্তাব করেছিল রাশিয়া। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কনগ্রেশনাল কমিটির কাছে এমন তথ্য দিয়েছে ট্রাম্পের দীর্ঘদিনের উপদেষ্টা কিথ শিলার।
শিলার বলেন, এই প্রস্তাবটি রাশিয়ার পপস্টার এমিন আগালারভ থেকে পেয়েছিলেন তিনি। পরে এটিকে তিনি কৌতুক হিসেবে নেন। ট্রাম্পকে বিষয়টি জানালে তিনি অট্রহাসিতে ফেটে পড়েন বলেও জানান তিনি। ব্রিটিশ গুপ্তচর ক্রিস্টোফার স্টিল ট্রাম্পের ভ্রমণের বিষয়টি নিয়ে অভিযোগ তোলেন।
রাশিয়ায় ট্রাম্পের রম্যশালায় ৫ রমনী আমদানির প্রস্তাবটিকে খুব গুরুত্বের সাথে নিয়েছে তদন্ত কমিটি। কোন ইচ্ছে থেকে রাশিয়া এমন প্রস্তাব করেছে, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে কাজ শুরু করেছে সেই কমিটি।
সূত্র: সিএনএন
এমজে/ডব্লিউএন
আরও পড়ুন