ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ট্রাম্প জুনিয়র নন ম্যানাফোর্ট রাষ্ট্রদ্রোহী :ব্যানন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬, ৮ জানুয়ারি ২০১৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলেকে ‘রাষ্ট্রদ্রোহী’ উল্লেখ করে দেওয়া বক্তব্য থেকে সরে এসেছেন হোয়াইট হাউজের সাবেক চিফ স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যানন।
রোববার এক বিবৃতিতে তিনি দু:খ প্রকাশ করে বলেছেন, ট্রাম্প জুনিয়র নন, ট্রাম্পের সাবেক প্রচার ব্যবস্থাপক পল ম্যানাফোর্টের কর্মকাণ্ডকে `রাষ্ট্রদ্রোহমূলক` অ্যাখ্যা দিয়েছিলেন তিনি। নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে পাঁচ দিন সময় নেওয়ায় দুঃখও প্রকাশ করেছেন তিনি।
বিবৃতিতে ট্রাম্প জুনিয়রকে দেশপ্রেমিক ও ভালো মানুষ বলে আখ্যা দেন ব্যানন।
প্রসঙ্গত, গত সপ্তাহ থেকে মার্কিন গণমাধ্যমে সাংবাদিক মাইকেল ওলফের লেখা `ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউজ` বই নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।
বইতে ব্যানন ২০১৬- র প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় রাশিয়ানদের সঙ্গে ট্রাম্প জুনিয়রের বৈঠককে `রাষ্ট্রদ্রোহমূলক` ও `দেশপ্রেমহীন` অ্যাখ্যা দেন।
হোয়াইট হাউজের সাবেক এ কর্মকর্তার এমন মন্তব্য নির্বাচনী প্রচারে ট্রাম্প শিবিরের সঙ্গে রুশ যোগাযোগ নিয়ে অভিযোগের পালে নতুন হাওয়া দেয়।
ওই অভিযোগ নিয়ে মার্কিন কংগ্রেস ও বিচার বিভাগের তদন্তও চলছে।
যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এবং মস্কো এ ধরণের যোগসাজশের কথা অস্বীকার করে আসছে।
ওলফের বইতে ডোনাল্ড জুনিয়রকে নিয়ে ব্যাননের মন্তব্যের কড়া সমালোচনা করেন ট্রাম্প।
হোয়াইট হাউজ থেকে চাকরি যাওয়ার পর ব্যাননের `মাথা খারাপ হয়ে গেছে` বলেও মন্তব্য করেন তিনি।
ওলফের লেখা বইটিকে কল্পকাহিনীও অ্যাখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, বইটি মিথ্যায় ভরপুর।
সূত্র : বিবিসি, সিএনএন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি