ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

‘ট্রাম্প তুমি বোকা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৬, ২৩ আগস্ট ২০১৯

হে ট্রাম্প তুমি বোকা এবং তুমি নিজের বোকামি গোটা বিশ্বের সামনে তুলে ধরেছ বলে মন্তব্য করেছেন ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ ইমামি কাশানি।

তিনি বলেন, শত্রুদের অর্থনৈতিক চাপের মুখে ইরানিরা বিপ্লব থেকে সরে যাবে না এবং শত্রুরাও এখন ইরানের দৃঢ়তা ও শক্তিমত্তার বিষয়টি উপলব্ধি করতে শুরু করেছে।

শুক্রবার তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন।

কাশানি বলেন, ইরানি জাতি হচ্ছে সাহসী। ইরানের সর্বোচ্চ নেতা আহলে বাইতকে অনুসরণের মাধ্যমে তরুণ সমাজসহ গোটা জাতিকে এই সাহসিকতার পথ দেখিয়েছেন। ইরান প্রতিরোধের মাধ্যমে বর্তমান বিশাল অবস্থানে পৌঁছেছে।

ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বভার-৩৭৩ উন্মোচনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ইরানের মহান জাতি জ্ঞান-বিজ্ঞান ও সামরিক ক্ষেত্রে সব ধরনের কৌশল ও প্রযুক্তি অর্জন করতে সক্ষম হয়েছে। ইরানিরা গত ৪০ বছরে বিশ্বের সামনে প্রমাণ করেছে তারা শান্তিকামী, কিন্তু আমেরিকা ও তার মিত্রদেরকে এখন সবাই অপরাধী হিসেবেই চেনে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি