ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় যৌথ সামরিক মহড়া বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৭, ১৩ জুন ২০১৮

প্রেসিডেন্ট ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় যৌথ সামরিক মহড়া বন্ধের ঘোষনা দিলেও মিত্রদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছে পেন্টাগন।  

মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্প-কিমের চুক্তি সই একটি মাইলফলক সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। এদিকে, উত্তর কোরীয় নেতা কিম জং উন যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রন গ্রহন করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থাগুলো। সেইসাথে, প্রেসিডেন্ট ট্রাম্পকে কোনো সুবিধাজনক সময়ে পিয়ংইয়ং সফরেরও আমন্ত্রন জানিয়েছেন কিম। একে অপরের বিরুদ্ধে উত্তেজনাপুর্ন বক্তব্য ও প্রতিকূল সামরিক মহড়া বন্ধ করতে এ বৈঠক জরুরী ছিলো বলে মন্তব্য করেন কিম।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি