ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা
প্রকাশিত : ১১:৪৪, ২২ এপ্রিল ২০২৫

ট্রাম্প প্রশাসনের দুই শতাধিক কোটি ডলারের বরাদ্দ কাটছাঁট প্রস্তাবের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। বিবিসি লিখেছে, অভিজাত এ শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ে’ দাবি সংবলিত একটি তালিকা পাঠায় ট্রাম্প প্রশাসন।
গত সপ্তাহে হার্ভার্ড তা প্রত্যাখ্যান করলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২২০ কোটি ডলারের ফেডারেল তহবিল আটকে দেওয়ার ঘোষণা দেন।
তা ছাড়া বিশ্ববিদ্যালয়টির কর-ছাড় সুবিধা বাতিলের হুমকি দেওয়া হয়। তার পাল্টায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সোমবার মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।
হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান এম গার্বার সোমবার বিশ্ববিদ্যালয়কে লেখা এক চিঠিতে বলেছেন, সরকারের বাড়াবাড়ির পরিণতি হবে মারাত্মক ও দীর্ঘস্থায়ী।
এ বিষয়ে সোমবার রাতে হোয়াইট হাউসের তরফে এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
হোয়াইট হাউসের মুখপাত্র হ্যারিসন ফিল্ডস বলেন, হার্ভার্ডের মত প্রতিষ্ঠানগুলোর জন্য ফেডারেল সহায়তার অনুদান- সংগ্রামী আমেরিকান পরিবারগুলোর ট্যাক্সের ডলার দিয়ে তাদের (হার্ভাডের) অতিরিক্ত বেতনভোগী আমলাদের সমৃদ্ধ করার দিন শেষের পথে। করদাতাদের তহবিল একটি বিশেষ সুবিধা এবং হার্ভার্ড সেই সুবিধা পাওয়ার জন্য প্রয়োজনীয় মৌলিক শর্তগুলো পূরণে ব্যর্থ হয়েছে।
হার্ভার্ড প্রেসিডেন্ট গার্বার বলেন, তহবিল স্থগিতের ফলে শিশু ক্যান্সার, আলঝেইমার, পারকিনসনস রোগসম্পর্কিত গবেষণাসহ গুরুত্বপূর্ণ গবেষণাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
মামলায় বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সরকার এমন সব গুরুত্বপূর্ণ তহবিলের ওপর আক্রমণ করেছে, যেগুলো দিয়ে অমূল্য গবেষণা সম্ভব হয়। এই মামলায় হার্ভার্ডে একাডেমিক সিদ্ধান্তের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সরকারের তহবিল আটকানোর বিষয় জড়িত।
তহবিল আটকানোর পাশাপাশি ট্রাম্প প্রশাসন কয়েকদিন আগে হার্ভার্ডের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির ক্ষমতাও কমানোর হুমকি দিয়েছিল।
এসএস//
আরও পড়ুন