ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

ট্রুডো-মেলানিয়ার চুম্বনের ছবি ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১২, ২৭ আগস্ট ২০১৯

সম্প্রতি প্রকাশ পাওয়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের একটি ছবি ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

ওই ছবিতে দেখা যায়, খুব কাছাকাছি দাঁড়িয়ে আছেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া। বেশ অন্তরঙ্গ ভঙ্গিতে যেন একজন আরেকজনকে ‘চুমু’ দিতে যাচ্ছেন।

পরে এ ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছড়িয়ে পরে।

ছবিটি মূলত ফ্রান্সে সদ্য সমাপ্ত জি-সেভেন সম্মেলনে তোলা হয়েছিল। সেখানে দুজন পরস্পর কুশল বিনিময় করার সময় ওই ছবি তোলা হয়।

ছবিতে দেখা যায়, স্ত্রীর হাত ধরে নিচের দিকে তাকিয়ে আছেন ট্রাম্প। অন্যদিকে মেলানিয়া কুশল বিনিময় তথা ‘চুমু’ দিতে ট্রুডোর দিকে এগিয়ে যাচ্ছেন।

তবে ছবিটি ভাইরাল হওয়ার পর এ নিয়ে বিভিন্ন ধরনের রসাত্মক মন্তব্য করছেন নেটিজেনরা।

একজন লিখেছেন, মেলানিয়া যেভাবে ট্রুডোর দিকে তাকিয়ে আছেন, এভাবে অন্য কোনও তরুণের দিকে তাকালে স্বামীর সঙ্গে আমার বিচ্ছেদ হতো।

এদিকে ঘটনার ভিডিও বিশ্লেষণ করে এক শরীর ভাষাবিদ বলেছেন, মেলানিয়া কানাডীয় প্রধানমন্ত্রীকে চুমু দেওয়ার সময় ‘ক্ষিপ্ত’ ছিলেন ট্রাম্প।

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি