ট্রেইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যাত্রা শুরু
প্রকাশিত : ১৮:৪৮, ২০ জানুয়ারি ২০২৫
গাজীপুরে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ট্রেইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ যাত্রা শুরু হয়েছে।
সম্প্রতি দিনব্যাপি এক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাহী কমিটি গঠন করা হয়। সংগঠনের সভাপতি কেএম হাসান রিপন ছাড়াও নির্বাহী সহ-সভাপতি ইউসুফ ইফতি, সহ-সভাপতি মোহাম্মদ মোরাদ হোসেন, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ দেল এইচ খান, পরিচালক লায়লা নাজনীন ও জিয়া উদ্দিন মাহমুদ দায়িত্বে আছেন।
এছাড়াও রওনক জাহান নিসাকে সমন্বয়কারী হিসেবে নিয়োগ করা হয়েছে।
অনুষ্ঠানে দিনব্যাপী লার্নিং গেমস ভিত্তিক ট্রেইনার্স ট্রেনিং ও রিট্রিট-এর আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫০জন প্রশিক্ষক অংশগ্রহণ করেন।
এই আয়োজন প্রশিক্ষণের নতুন নতুন কৌশল শেখার পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে বন্ধন সুদৃঢ় করার এক অনন্য সুযোগ তৈরি করে।
/আআ/
আরও পড়ুন