ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ট্রেন থামিয়ে দেওয়া দুই শিশুর দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৮, ১৯ ডিসেম্বর ২০১৭

রেললাইনের ত্রুটি দেখে নিজেদের লাল মাফলার দেখিয়ে তেলবাহী ট্রেনকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে শিশু শিহাব হোসেন ও টিটোন ইসলাম। ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে আলোচনায় আসা রাজশাহীর বাঘা উপজেলার এই দুই শিশুর পড়াশোনার দায়িত্ব নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

প্রসঙ্গত, উপস্থিত বুদ্ধিতে সোমবার লাল মাফলারের সাহায্যে ইশারা দিয়ে ট্রেন থামিয়ে দেয় ওই দুই শিশু। আর এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় একটি তেলবাহী ট্রেন।

শিশু শিহাবের বয়স মাত্র ৬, আর টিটোনের ৭ বছর। তারা ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। শিহাব পড়ে প্রথম শ্রেণিতে আর টিটোন পড়ে দ্বিতীয় শ্রেণিতে।

অল্প বয়সে তাদের ‘বুদ্ধিমত্তা’ আর ‘দায়িত্বশীলতায়’ মুগ্ধ হয়েছেন শাহরিয়ার আলম। এ ঘটনাটি তারই নির্বাচনী বাঘা উপজেলার আড়ানী এলাকায়। আড়ানী স্টেশনের ৪০০ মিটার পূর্বদিকে ঝিনা রেলগেটে লাইন ভাঙা দেখে দুই শিশু ট্রেনটিকে থামিয়ে দেয়।

এ বিষয়ে নিজের ফেসবুক পেজে শাহরিয়ার আলম লেখেন, ‘আমার নির্বাচনী এলাকায় আড়ানী রেললাইনের পাশেই আবাস তাদের। তাদের সারা জীবনের শিক্ষার দায়িত্ব নিয়েছি।’

শাহরিয়ার আলম গণমাধ্যমকে জানান, এ ধরনের ভূমিকা দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা সবাই যদি এ ধরনের কাজ করি, তাহলে সমাজ এগিয়ে যাবে।

 

 

আর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি