ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ট্রেন থেকে নামতে গিয়ে আহত আনু মুহাম্মদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ২১ এপ্রিল ২০২৪ | আপডেট: ১৮:৫১, ২১ এপ্রিল ২০২৪

রাজধানীর খিলগাঁওয়ে (খিদমাহ হাসপাতালের উল্টোদিকে) ট্রেন থেকে নামতে গিয়ে আহত হয়েছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের (৬০)। 

আজ রোববার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। তার দুই পা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে তাঁর বাম পায়ের আঙ্গুল মারাত্মকভাবে থেতলে গেছে।

তার বাসা রাজধানীর খিলগাঁওয়ে।

জানা যায়, দিনাজপুর গিয়েছিলেন অধ্যাপক আনু মুহাম্মদ। বিভিন্ন সময় কয়লা খনির শ্রমিকদের মৃত্যুতে দিনাজপুরে গতকাল একটি শোকসভা অনুষ্ঠিত হয়। সেই সভায় অংশ নিতে গিয়েছিলেন তিনি। আজ দিনাজপুরের ফুলবাড়ী থেকে ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন। কমলাপুর স্টেশনের আগে খিলগাঁও স্টেশনের আগে ট্রেন গতি কমালে তিনি নামতে গেলে পা পিছলে পড়ে যান।

আহত অধ্যাপক আনু মুহাম্মদ জানান, ট্রেনটি খিলগাঁও রেলগেট এলাকায় পৌঁছালে গতি কমিয়ে দেয়। তখন ট্রেন থেকে নামছিলেন তিনি। তবে নামার সময় পা ফসকে চাকার নিচে চলে যায়।

হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের আবাসিক চিকিৎসক মোহাম্মদ আলাউদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, আনু মুহাম্মদের দুই পায়ের পাতা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা চলছে।  

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি