ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

ট্রেলারেই প্রশংসিত মালালার বায়োপিক ‘গুল মাকাই’ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪০, ১২ জানুয়ারি ২০২০

সম্প্রতি মুক্তি পেয়েছে মালালা ইউসুফজাইয়ের জীবন কাহিনীর ভিত্তিতে নির্মিত ‘গুল মাকাই’ চলচ্চিত্রের প্রথম ট্রেলার। চলতি মাসের শেষে মুক্তি দেয়া হবে পাকিস্তানের নারী শিক্ষা কর্মী এবং শান্তিতে নোবেল বিজয়ী মালালার বায়োপিক।

বলিউডে নির্মিত এই সিনেমায় পাকিস্তানী অ্যাক্টিভিস্ট মালালা সোয়াত উপত্যকায় থাকার সময় শিক্ষার জন্য তালেবানদের বিরুদ্ধে যে কলম যুদ্ধ করেন তাই দেখানো হয়েছে।

গুল মাকাই মালালার ছদ্মনাম। ২০০৯ সালে কিশোরী মালালা যখন নারী শিক্ষার দাবিতে ব্লগ লেখা শুরু করেন তখন তিনি এই ছদ্মনাম ব্যবহার করেছিলেন। মূলত গুল মাকাই পশতুন লোককথার নারীবাদী এক চরিত্রের নাম। এই চরিত্রের প্রতি মুগ্ধতার কারণে মালালা তার নামটি বেছে নিয়েছিলেন।

জাতিসংঘের অর্থায়নে নির্মিত এই সিনেমায় চরমপন্থী তালেবান জঙ্গিদের নারী শিক্ষার প্রতি যে বিদ্বেষ ছিল তা তুলে ধরা হয়েছে। সে সময় তারা পাকিস্তানের সোয়াত উপত্যকায় সব স্কুল বন্ধ করে দিয়েছিল। নারীদের ঘরে থাকতে বাধ্য করেছিল। তালেবানদের এই অন্যায়ের বিরুদ্ধে কলম তুলে নিয়েছিলেন কিশোরী মালালা ইউসুফজাই।

আমজাদ খান পরিচালিত গুল মাকাই সিনেমায় মালালা চরিত্রে অভিনয় করেছেন রিম শেখ। এছাড়া বলিউডের প্রখ্যাত অভিনেতা ওমপুরিও এই সিনেমাতে অভিনয় করেন। এটি তার জীবনের শেষ চলচ্চিত্র ছিল। তিনি ২০১৭ সালের ৬ জানুয়ারি মারা যান।

উল্লেখ্য, গুল মাকাই সিনেমাটির কাজ ২০১৭ সালে শুরু হলেও এটি মুক্তি পেতে ২০২০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। অবশেষে ৩১ জানুয়ারি এটি মুক্তি পাচ্ছে।

ভিডিও দেখুন :

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি