ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ের সীমান্তে বিলুপ্তপ্রায় নীলগাই উদ্ধার  

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৫, ১৪ নভেম্বর ২০২৩

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী পাড়িয়া ইউনিয়নে একটি বিলুপ্তপ্রায় নীলগাই উদ্ধার হয়েছে।

সোমবার বেলা ৩টার দিকে উপজেলার ফকিরভিটা এলাকায় প্রায় দুই ঘন্টা চেষ্টা করে এলাকাবাসিকে সাথে নিয়ে বিজিবি নীলগাইটিকে ধরতে সক্ষম হয়।

এলাকাবাসি ও বিজিবি সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে স্থানীয় লোকজন শালডাঙ্গা নামক এলাকায় নীরগাইটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। কান্তিভিটা বিওপির টহল দল সেখানে গিয়ে নীলগাইটি খোঁজা শুরু করে। 

এলাকাবাসির সহায়তায় দুপুর আনুমানিক ৩টার দিকে নীলগাইটি ধরতে পারে। পরে কান্তিভিটা বিওপিতে সেটিকে রাখা হয়।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির সহকারী পরিচালক সিজানুর রহমান চৌধুরী বলেন, নীলগাইটি বর্তমানে সুস্থ রয়েছে। জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে স্থানীয় বন বিভাগের কাছে সেটি হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, অনেক আগেই আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) বিলুপ্তপ্রায় তালিকায় নীলগাইয়ের নাম উঠেছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি