ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে পর্যটনের অপার সম্ভাবনা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৯, ১৯ ডিসেম্বর ২০১৮

ঠাকুরগাঁওজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অনেক দর্শনীয় স্থাপনা ও জায়গা। এর অন্যতম টঙ্কনাথের রাজবাড়ি ও বালিয়াডাঙ্গির বিশাল আমগাছ। আছে মন্দির-মসজিদসহ আরও অনেক প্রত্মসম্পদ। এসব দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে জড়ো হন পর্যটকরা।

১৭৯৩ সালে ঠাকুরগাঁও অবিভক্ত দিনাজপুর জেলার থানা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৮৬০ সালে ঘোষণা করা হয় মহকুমা। ১৯৮৪ সালে উন্নীত হয় জেলায়।

সদর থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে রাণীশংকৈল উপজেলায় রাজা টঙ্কনাথের বাড়ি। ১৮১৫ সালে তিনি এটি নির্মাণ করেন। কারুকাজ সমৃৃদ্ধ এই প্রাসাদ দেখে এখনো মুগ্ধ হন সবাই।

বালিয়াডাঙ্গি উপজেলায় দুই বিঘা জমিজুড়ে রয়েছে এই আমগাছ। এটি বিশ্বের সবচেয়ে বড় আম গাছ হিসেবে প্রচার পাওয়ায়, ভিড় লেগে থাকে দর্শনার্থীদের।

এসব ভবন ও স্থান আরও আকর্ষণীয় করতে, প্রয়োজনীয় উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক।

স্থানীয়দের অভিযোগ- সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে, ধ্বংস হয়ে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের অনেক পুরাকীর্তি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি