ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাণ্ডায় বারবার প্রস্রাব হয়? কী বলছেন বিশেষজ্ঞরা?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৩, ৩০ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

শীতকালে পানি কম খাওয়ার প্রবণতা কমবেশি সবার মধ্যেই রয়েছে। কিন্তু অনেকেই পানি কম খেলেও বাথরুমে যেতে হয় বারবার। ঠাণ্ডার মধ্যে লেপ কম্বলের উষ্ণতা ছেড়ে বারবার বাথরুমে দৌড়ানো এক মহা বিড়ম্বনা। কিন্তু কেন এমন হয় জানেন ?

শীতকালে ঠাণ্ডা থেকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো রক্ষা করতে রক্তনালীর সংকোচন ঘটে। বিভিন্ন অঙ্গে রক্ত সঞ্চালন বৃদ্ধি করাই এর লক্ষ্য। ফলে অন্যান্য অঙ্গের মতোই রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় কিডনিতেও। বিজ্ঞানের ভাষায় এই পদ্ধতিটিকে বলে ভ্যাসোকন্সট্রিকশন। ফলে কিডনিকে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি কাজ করতে হয়। আর এই জন্যই মূত্রের পরিমাণ বৃদ্ধি পায় বলে মত বিশেষজ্ঞদের।

তবে কোনও কোনও ক্ষেত্রে বারবার প্রস্রাবের প্রবণতা হাইপোথার্মিয়ার লক্ষণ হতে পারে। যখন শরীরের উৎপাদিত তাপ শরীর থেকে বেরিয়ে যাওয়া তাপের থেকে কম হয় তখন শরীরের ভিতরের তাপমাত্রা কমে যেতে থাকে। একেই হাইপোথার্মিয়া বলে। 

এই রোগে আক্রান্ত হলে বারবার প্রস্রাবের সঙ্গে সঙ্গে শরীরের কম্পন, শ্বাসের সমস্যা, দুর্বল হৃদস্পন্দন ইত্যাদির সমস্যা দেখা দিতে পারে। এ ক্ষেত্রে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা
এমএম/এসবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি