ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন প্রিয়াঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ২৪ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:০৪, ২৪ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বছরটা বেশ ভালোই গেছে প্রিয়াঙ্কা চোপড়ার। একের পর এক আ্যাওয়ার্ড এসেছে ঝুলিতে। কিছুদিন আগেই মাদার তেরেসা স্মৃতি পুরস্কারে ভূষিত হয়েছিলেন বলিউড-হলিউড কাপানো এই তারকা। নতুন খবর হচ্ছে বছর শেষে এবার তিনি পাচ্ছেন ডক্টরেট ডিগ্রি।

অপরদিকে এ জন্য প্রিয়াঙ্কা পাঁচ বছর পর ফিরতে যাচ্ছেন নিজের হোমটাউন বরেলিতে। বরেলি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকেই এই উপাধি দেওয়া হচ্ছে প্রিয়াঙ্কাকে।

রোববার তার হাতে এই সম্মানের প্রশংসাপত্র তুলে দেওয়া হবে বলে জানা গেছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একাধিক মন্ত্রী। সেখানে এই সম্মান গ্রহণ করবেন প্রিয়াঙ্কা।

কিছুদিন আগেই মাদার তেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস দেওয়া হয় তাকে। তবে নিজে হাতে সে পুরস্কার নিতে আসতে পারেননি প্রিয়াঙ্কা। মেয়ের হয়ে সম্মান গ্রহণ করেন মা মধু চোপড়া।

এবার অবশ্য আগেই ভারতে চলে এসেছেন প্রিয়াঙ্কা। কিন্তু দেশে এসেও ভীষণ ব্যস্ত এ নায়িকা। ইতোমধ্যে জি সিনে অ্যাওয়ার্ডস-এ পারফর্ম করে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন সে ছবি। বলিউডে জোর গুঞ্জন, পাঁচ মিনিটের এই পারফরম্যান্সের জন্য নাকি ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন ‘কোয়ান্টিকো’ গার্ল।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি