ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

ডর্টমুন্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৯, ৮ মার্চ ২০২৩

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে বুরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো চেলসি।

ডর্টমুন্ডের মাঠে প্রথম লেগ ১-০ গোলে হেরেছিল ব্লুজরা। শেষ আটে জায়গা পেতে তাই ন্যূনতম দুই গোলের ব্যবধানে জিততেই হতো তাদের। 

সে লক্ষ্যে ঘরের মাঠে শুরু থেকেই প্রাণবন্ত খেলে স্টারলিং-ফার্নান্দেসরা। প্রথমার্ধের শেষদিকে চমৎকার গোলে দলকে লিড এনে দেন রহিম স্টারলিং। 

দ্বিতীয়ার্থে ফিরেই ম্যাচের ৫৩ মিনিটে প্যানাল্টি থেকে ব্যবধান বাড়ান কাই হাভার্টজ। বাকি সময় প্রাণপন চেষ্টা চালিয়েও গোল গোধ দিতে পারেনি ডর্টমুন্ড। 

এতে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানের জয় নিয়ে শেষ আটে উঠলো চেলসি। 

অপর ম্যাচে ক্লাব বুর্গকে ৫-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে পর্তুগিজ ক্লাব বেনফিকা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি