ডাকসু নির্বাচনে ‘স্বাধিকার স্বতন্ত্র প্যানেল’ ঘোষণা
প্রকাশিত : ১৬:৫৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘স্বাধিকার স্বতন্ত্র প্যানেল’ নামে একটি নতুন প্যানেল ঘোষণা করা হয়েছে। তবে প্যানেলে সহ-সভাপতি (ভিপি)পদপ্রার্থী রাখেনি সংগঠনটি। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হয়।
এই প্যানেলের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ‘নিপীড়নবিরোধী’ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে। ২৫টি পদের মধ্যে ৮টি পদে প্রার্থী ঘোষণা করে প্যানেলটি। সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়।
এই প্যানেলের অপর প্রার্থীরা হলেন, সহ-সাধারণ সম্পাদক আবু রায়হান, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জুলযাবাদাইন সাদমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মালিহা সুলতানা, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক মো পনিচ্চুজ্জামান বাচ্চু, ক্রীড়া সম্পাদক মো. মেহেদি হাসান খান পাভেল, ছাত্র পরিবহন সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা সম্পাদক মেহেদী ইসলাম সোহাগ।
সংবাদ সম্মেলনে বক্তব্য পড়ে শোনান প্যানেলের সহ-সাধারণ সম্পাদক আবু রায়হান। প্রসঙ্গত, আগামী ১১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ভোটগ্রহণ চলবে।
আরকে//
আরও পড়ুন