ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ডাকসু হামলার মামলা ডিবিতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৫, ২৬ ডিসেম্বর ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) হামলার ঘটনায় দায়ের করা মামলা পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের কাছে হস্তান্তর করেছে শাহবাগ থানা পুলিশ। 

গতকাল বুধবার সকালে মামলাটি হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান। 

তিনি বলেন, মামলাটি এখন থেকে ডিবি পুলিশ তদন্ত করবে। সকালে শাহবাগ থানা পুলিশ ডিবিকে মামলা ও আসামি বুঝিয়ে দিয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যে আল মামুন, ইয়াসির আরাফাত তূর্য ও মেহেদী হাছান শান্ত নামের তিন জনকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে।

এদিকে ডাকসু হামলার ঘটনায় গায়েব হওয়া সিসিটিভির ফুটেজ খোঁজা হচ্ছে জানিয়ে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ডাকসুর ঘটনায় মামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনার সিসিটিভির ফুটেজও খোঁজা হচ্ছে। গতকাল বুধবার সকালে রাজধানীর বনানীর হলি স্পিড ক্যাথিড্রল চার্চ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি