ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডাকাতি করতে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৩, ২০ মে ২০২৪

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় জড়িত চার জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার দিবাগত রাতে আড়াইহাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি শুটারগান ও দেশীয় অস্ত্র ইলেক্ট্রনিক্স ডিভাইস উদ্ধার হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন, মো. আব্দুল্লাহ (২৪) ও তার সহযোগী মো. মতিন (৩৫), চাঁন মিয়া (২৮) ও মো. আয়নাল (২৫)।

কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আব্দুল্লাহর নেতৃত্বে গত ১৫ মে রাতে একটি বাড়িতে ডাকাতি করতে যায় কয়েকজন। মালামাল লুট করে ওই বাড়ির এক কিশোরীকে পাশের রুমে নিয়ে গণধর্ষণ করে চক্রটি। 

রিক্সা সিএনজি চালানোর আড়ালে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল এই চক্রের সদস্যরা। 

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, গ্রেপ্তাররা সংঘবদ্ধ একটি ডাকাত চক্র, এ চক্রের মূলহোতা আব্দুল্লাহ। চক্রে ১০/১২ জন সদস্য রয়েছে। গ্রেপ্তার আব্দুল্লাহর নেতৃত্বে তারা ১/২ বছর ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। 

পরবর্তীতে ভুক্তভোগী এ ঘটনায় মামলা দায়ের করলে গ্রেপ্তারকৃতরা নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। পরে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‌্যাব। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি