ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ডাচদের হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু পাকিস্তানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৭, ৭ অক্টোবর ২০২৩

মোহাম্মদ রিজওয়ান ও সউদ শাকিলের ব্যাটিং দৃঢ়তার পর বোলারদের দুর্দান্ত নৈপূন্যে জয় দিয়ে ওয়ানডে বিশ্বকাপ শুরু করলো পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান ৮১ রানে হারিয়েছে নেদারল্যান্ডসকে।  

প্রথমে ব্যাট করে রিজওয়ান-শাকিলের ৬৮ রানের দুটি ইনিংসের সুবাদে ৪৯ ওভারে ২৮৬ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে বিক্রমজিত সিংয়ের ৫২ ও বাস ডি লিডের ৬৭ রান সত্ত্বেও ৪১ ওভারে ২০৫ রানে অলআউট হয় নেদারল্যান্ডস।

হায়দারাবাদে টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ৩৮ রানে প্যাভিলিয়নে ফিরে পাকিস্তানের টপ অর্ডার। ফখর জামান ১২, ইমাম উল হক ১৫ ও অধিনায়ক বাবর আজম ৫ রান করেন।

দশম ওভারেই চাপে পড়া পাকিস্তানকে বিপদমুক্ত করেন রিজওয়ান ও শাকিল। নেদারল্যান্ডস বোলারদের চাপে ফেলে পাল্টা আক্রমণ করেন রিজওয়ান ও শাকিল। এতে ২০তম ওভারেই শতরান পেয়ে যায় পাকিস্তান। দলের রান দেড়শতে পৌঁছানোর আগেই ওয়ানডেতে শাকিল দ্বিতীয় ও রিজওয়ান ১৩তম হাফ-সেঞ্চুরি তুলে নেন। ২৯তম ওভারে শাকিলকে ৬৮ রানে থামিয়ে নেদারল্যান্ডসকে ব্রেক-থ্রু এনে দেন অফ-স্পিনার আরিয়ান দত্ত। ৫২ বল খেলে ৯টি চার ও ১টি ছক্কা মারেন শাকিল। চতুর্থ উইকেটে রিজওয়ানের সাথে ১১৪ বলে ১২০ রান যোগ করেন তিনি।

শাকিল ফেরার ১৯ বল পরই প্যাভিলিয়নের পথ ধরেন রিজওয়ানও। পেসার বাস ডি লিডের বলে বোল্ড হন রিজওয়ান। ৭৫ বল খেলে ৮টি চারে ৬৮ রান করেন রিজওয়ান।

৩২তম ওভারে রিজওয়ান ফেরার পর ইফতিখার ৮ রানে থামেন। সপ্তম উইকেটে ৭০ বলে ৬৪ রান তুলে পাকিস্তানের রান আড়াইশ পার করেন মোহাম্মদ নাওয়াজ ও শাদাব খান। নাওয়াজ ৩৯ ও শাদাব ৩২ রানে ফিরেন।

এরপর ২৫২ রানে অষ্টম উইকেট হারালেও শেষ দুই উইকেটে ৩৪ রান পায় পাকিস্তান। শেষ দুই ব্যাটার শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের দৃঢ়তায় ৪৯তম ওভারে অলআউট হবার আগে ২৮৬ রানের লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান। রউফ ১৬ রানে ফিরলেও ১৩ রানে অপরাজিত থাকেন আফ্রিদি। নেদারল্যান্ডসের বাস ডি লিডে ৬২ রানে ৪ উইকেট নেন। বিশ্বকাপে কোন ম্যাচে ৪ উইকেটের বেশি নিতে পারেনি নেদারল্যান্ডসের পক্ষে কোন বোলার।

জয়ের জন্য ২৮৭ রানের লক্ষে খেলতে নেমে  ৫০ রানে ২ উইকেট হারায় নেদারল্যান্ডস। তৃতীয় উইকেটে ৭৬ বলে ৭০ রান তুলে ডাচদের লড়াইয়ে রাখেন ওপেনার বিক্রমজিত সিং ও বাস ডি লিডে। জুটিতে বিক্রমজিত ওয়ানডেতে পঞ্চম অর্ধশতক পূর্ণ করেন।

অর্ধশতকের পর বিক্রমজিতকে ইনিংস বড় করতে দেননি পাকিস্তানের স্পিনার শাদাব খান। ৪টি চার ও ১টি ছক্কায় ৬৭ বলে ৫২ রান করেন বিক্রমজিত।

বিক্রমজিত ফেরার পর নেদারল্যান্ডসের ব্যাটিং লাইন আপে ধস নামে। ৫১ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ হারের মুখে ছিটকে পড়ে ডাচরা। এক পর্যায়ে ১৮৪ রানে নবম উইকেট হারায় তারা। এরমধ্যে ওয়ানডেতে তৃতীয় হাফ-সেঞ্চুরি পূর্ণ করে  ৬৭ রানে নওয়াজের বলে বোল্ড হন ডি লিডে। ৬৮ বল খেলে ৬টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।

শেষ দিকে নয় নম্বর ব্যাটার লোগান ফন বিকের অপরাজিত ২৮ রানে ২শ’র কোটা পার করে  ৪১তম ওভারে ২০৫ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। 

পাকিস্তানের রউফ ৩টি ও হাসান আলি ২টি উইকেট নেন।

ম্যাচ সেরা হয়েছেন সউদ শাকিল (পাকিস্তান)।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি