ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির মৃহদেহ উদ্ধার

প্রকাশিত : ১৯:৫৭, ২৬ জুলাই ২০১৬ | আপডেট: ১৯:৫৭, ২৬ জুলাই ২০১৬

ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ‘নিখোঁজ’ হাসান খালেদের লাশ উদ্ধার করা হয়েছে। কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ থানার মাঝামাঝি এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে তার লাশ উদ্ধার করে কেরাণীগঞ্জ মডেল থানা পুলিশ। শনিবার সকালে ধানমন্ডির বাসা থেকে ওষুধ কেনার জন্য বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন হাসান খালেদ। হাসান খালেদ, আমদানি রপ্তানির সাথে জড়িত এই ব্যবসায়ী ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছাড়াও হংকংভিত্তিক ক্রকোডাইল গার্মেন্টস এর বাংলাদেশি পরিবেশক। নিউ এরা ট্রেডিং ও কেমিকো বাংলাদেশ লিমিটেড নামেও দু’টি প্রতিষ্ঠানের মালিক তিনি। এছাড়া বসুন্ধরা সিটির একটি দোকানেরও মালিক হাসান খালেদ। গত শনিবার ধানমন্ডির বাসা থেকে ওষুধ কেনার জন্য বের হওয়ার পর থেকে নিখোঁজ এই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয় মঙ্গলবার দুপুরে। কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ থানার মাঝামাঝি খোলামোডা ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে হাসান খালেদের লাশ উদ্ধার করে কেরাণীগঞ্জ মডেল থানা পুলিশ। প্রথমে ভিজিটিং কার্ড দেখে হাসান খালেদের পরিচয় মিললেও পরে পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন। তবে হাসান খালেদকে হত্যা করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন এ বিষয়ে নিশ্চিত হয়নি পুলিশ। হাসান খালেদ নিখোঁজ হওয়ার পর শনিবার রাতেই তার শ্যালক ধানমন্ডি থানায় জিডি করেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি