ডাবল সেঞ্চুরি হলো না মমিনুলের
প্রকাশিত : ১০:১৫, ১ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১০:৫৯, ১ ফেব্রুয়ারি ২০১৮
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে এক মহাকাব্যিক ইনিংস খেলেছেন মমিনুল হক। শ্রীলংকার বোলাররা পাত্তাই পায়নি তার কাছে। তবে দ্বিতীয় দিনের শুরুতেই বিধি বাম। হেরাথের বলে মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে আউট হন মমিনুল। ফলে বাংলাদেশের কোটি দর্শক মমিনুলের ডাবল সেঞ্চুরি দেখা থেকে বঞ্চিত হলো।
প্রথম দিন প্রায় পুরোটা সময়ই দাপট দেখিয়েছেন মুমিনুল হক। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে তুলে নিয়েছিলেন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট শতক। অপরাজিত ছিলেন ১৭৫ রানে। দ্বিতীয় দিনের শুরুটা করেছিলেন দ্বিশতকের স্বপ্ন চোখে নিয়ে। তবে শেষপর্যন্ত তেমনটা হলো না। প্রথম দিনের সঙ্গে তিনি যোগ করতে পেরেছেন মাত্র ১ রান। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশর স্কোর: ৩৯৫/৬। মমিনুলের পর ব্যাট করতে নামা মোসাদ্দেকও রঙ্গনা হেরাথের বলে আউট হয়ে গেছেন। রান করেছেন ৮। উইকেটে আছেন অধিনায়ক মাহমুদুল্লাহ (২০) ও মেহেদী মিরাজ (৫)।
সূত্র : ইএসপিএন ক্রিকইনফো।
/ এআর /