ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডাবুর ক্যামেরায় ঝলসে উঠলেন সানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২১, ২৪ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ঐশ্বরিয়া রাই বাচ্চন, শ্রদ্ধা কাপুর, অভিষেক বাচ্চনদের নিয়ে ফটোশুট করেছেন সেলিব্রিটি ফটোগ্রাফার ডাবু রাত্নানি। প্রতি বছরের মত এ বছরও সেলিব্রিটিদের ফটোশুট করে ক্যালেন্ডার তৈরি করেছেন ডাবু। শ্রদ্ধা, আলিয়া, ঐশ্বরিয়াদের সঙ্গে এবার ডাবুর ক্যামেরায় ঝলসে উঠলেন সানি লিওন।

সামান্য মেকআপে কালো ব্যাকলেস পরে ডাবু রত্নানির জন্য ফটোশুট করেন বলিউডের ‘বেবি ডল’। শুধু তাই নয়, সানিকে এমন অবতারে এর আগে কখনও দেখেননি কেউ। বলিউড টাউনের ক্রিটিকদের কথায়, ডাবু রত্নানির ক্যালেন্ডারে এবার সেভাবে নজর কাড়তে পারেননি শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই বাচ্চন। কিন্তু, ডাবুর ক্যামেরায় সানি লিওন এবার সব সেলিব্রেটিকেই পেছনে ফেলে দিলেন। তেমনই মনে করছেন সনি ভক্তরা।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি