ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডা. মোস্তাফিজুর রহমানকে সামরিক মর্যাদায় দাফন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৬, ৮ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কর্নেল মুক্তিযোদ্ধা ডাক্তার মোস্তাফিজুর রহমানকে সামরিক মর্যাদায় নড়াইলের লোহাগড়ার ইতনা গ্রামে দাফন করা হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে ক্যাপ্টেন মারুফের নেতৃত্বে মোস্তাফিজুর রহমানের কফিনে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইতনা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান টগর, বঙ্গবন্ধু স্কোয়ার্ডের সদস্যসহ আত্মীয়-স্বজননেরা। মোস্তাফিজুর রহমান ছিলেন একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার দীপু সিকদারের চাচা।
  
গত রোববার ঢাকায় সিএমএইচ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি