ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডা. ফজলে রাব্বির শাহাদাত বার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩১, ১৫ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আজ ১৫ ডিসেম্বর। শহীদ ডা. ফজলে রাব্বির ৪৭তম মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের এই দিন বিকালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদররা ডা. রাব্বিকে তার সিদ্ধেশ্বরীর বাসা থেকে ধরে নিয়ে যায় এবং ওই রাতেই তাঁকে হত্যা করে। পরে ১৮ ডিসেম্বর রায়ের বাজার বধ্যভূমি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

বিশিষ্ট হূদরোগ বিশেষজ্ঞ ডা. ফজলে রাব্বি ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজের মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের অধ্যাপক। প্রথিতযশা এই প্রগতিশীল চিকিৎসকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার পরিবারের পক্ষ থেকে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দরিদ্রদের খাবার বিতরণ করা হবে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি