ডিএমপির আদেশ স্থগিত, আসামি গ্রেপ্তারে লাগবে না অনুমতি
প্রকাশিত : ১২:১২, ২৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:৪৫, ২৩ এপ্রিল ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় মামলায় আসামিদের গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ডিএমপির সার্কুলার স্থগিত করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।
আদেশের পর রিটকারী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল জানান, এই সাকুলারে নির্দোষ নাগরিক অনেক ক্ষেত্রে হয়রানি করতে পারে পুলিশ আশংকা থেকে যায় । তবে এ আদেশের পরও হয়রানি প্রতিরোধ করতে পুলিশ অফিস আদেশ দিতে পারেন বলে মন্তব্য করেন আইনজীবী।
কাজল আরও বলেন, ফৌজদারি কার্যবিধি ও সংবিধানে গ্রেফতার করার বিষয় উল্লেখ আছে। অফিস আদেশটি পুলিশের কাজে বাধা সৃষ্টি করতে পারে, সংবিধান ও আইনের সাথে সাংঘর্ষিক।
এর আগে গত ১০ এপ্রিল বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় আসামি গ্রেপ্তারের আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে বলে একটি অফিস আদেশ জারি করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক হোসেন সই করা ওই অফিস আদেশে বলা হয়ে, বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্তে রুজু করা মামলায় অধিকাংশ ক্ষেত্রে এজাহারভুক্ত আসামির সংখ্যা অধিক। এসব মামলার এজাহারভুক্ত কিংবা তদন্তেপ্রাপ্ত আসামি গ্রেপ্তারের জন্য উপযুক্ত প্রমাণসহ (ভিকটিম, বাদী, প্রত্যক্ষদর্শী, সাক্ষী, ঘটনা সংশ্লিষ্ট ভিডিও, অডিও, স্থির চিত্র ও মোবাইলের কল লিস্ট বা সিডিআর ইত্যাদি) অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গ্রেপ্তার করতে হবে।
পরে এর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন একটি রিট দায়ের করেন। আজ সেই রিটের শুনানি শেষে আদেশ দেন হাইকোর্ট।
এএইচ
আরও পড়ুন