ডিএসইতে সূচকের উত্থান, বেড়েছে লেনদেনও
প্রকাশিত : ১৭:১৫, ২৬ মে ২০১৯
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন এবং পতন হয়েছে সিএসইতে। কমেছে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর। তবে বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণও।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৫৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৯০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮২৫ পয়েন্টে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩২৮ কোটি ৯১ লাখ ১৬ হাজার টাকার। যা গত কার্যদিবস থেকে ৯ কোটি টাকা বেশি। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৩১৯ কোটি ৪৮ লাখ ৮২ হাজার টাকা।
আজ ডিএসইতে ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৫ শতাংশ বা ১২১টির, কমেছে ৫৩ শতাংশ বা ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১২ শতাংশ বা ৪২টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ২৩ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।
এদিন ব্যাংক খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে কমেছে আটটির আর দুটি ব্যাংকের শেয়ার দাম অপরিবর্তিত রয়েছে।
বাজারটিতে টাকার পরিমাণে সব থেকে বেশি লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকোর শেয়ার। কোম্পানিটির ১৪ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১২ কোটি ৪২ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে ইষ্টার্ণ কেবলস এবং আট কোটি ২৮ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ।
এছাড়া লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- ন্যাশনাল লাইফ, ডরিন পাওয়ার, আইএফআইসি ব্যাংক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, রূপালী লাইফ, মুন্নু সিরামিক এবং এসকে ট্রিমস।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৬৮১ পয়েন্টে। লেনদেন হয়েছে ১৭ কোটি ছয় লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ২৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম।
আরকে//
আরও পড়ুন