ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ডিজিটাল আর্থিক সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৪, ২৩ অক্টোবর ২০১৮

ডিজিটাল আর্থিক সেবার নানাবিধ দিক সাংবাদিকদের সামনে তুলে ধরতে হয়ে গেল দিনব্যাপী এক কর্মশালা। রাজধানীর সোনারগাঁও হোটেলে আজ মঙ্গলবার এ কর্মশালার আয়োজন করে জাতিসংঘের  ক্যাপিটাল ডিভিলপমেন্ট ফান্ড (ইউএনসিডিএফ)।

‘ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস অ্যাডভোকেসি ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ফর প্রিন্ট অ্যান্ড ইলেক্ট্রনিক মিডিয়া’ শীর্ষক এ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাস, ইউএনসিডিএফ’র কান্ট্রি প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. আশরাফুল আলম, ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম বাংলাদেশের (ইআরএফ) সভাপতি সাইফ ইসলাম দিলাল, ইআরএফ সাধারণ সম্পদক এস এম রাশেদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

কর্মশালায় ‘ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস অ্যাডভোকেসি ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ফর প্রিন্ট অ্যান্ড ইলেক্ট্রনিক মিডিয়া’ বিষয়ে প্রশিক্ষক হিসেবে অংশ নেন ফ্যাসিলিটেটর ড. ক্লিনসিক অ্যান্ড্রিউজ।তিনি তার উপস্থাপনায় বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবার অগ্রগতি, পশ্চাদপদতাসহ নানাবিধ দিক নিয়ে আলোচনা করেন।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাস বলেন, ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস (ডিএফএস)’র সুবিধা অসুবিধা দুটি দিকই আছে।তবে অসুবিধার তুলনায় সুবিধাটাই বেশি।ব্যাংকিং সুবিধা ডিজিটাল হয়েছে বিধায় আজ মুহুর্তে আমাদের অর্থনৈতিক লেনদেন সম্ভব হচ্ছে।এ সেবা গ্রামীণ মানুষের দোর গোড়ায় পৌঁছে যাচ্ছে।সাংবাদিকদের কাছে অনুরোধ করবো আপনার একটা ভুল প্রতিবেদন যেন কোন আর্থিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে নজর রাখবেন।

ইউএনসিডিএফ’র কান্ট্রি প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. আশরাফুল আলম বলেন, ২০১১ সালে মোবাইল ব্যাংকিং চালু করার ফলে আর্থিক লেনদেনে যেমন গতি বেড়েছে। তেমন তা সাধারণের দোর গোড়ায় পৌঁছেছে। তবে এ সেবা এখনও অনেকটা ইংরেজি ভার্সনের হওয়ায় তা সাধারণ মানুষ সহজে বুঝে উঠতে পারছে না। তাই অপারেটরদের সাধারণের কথা মাথায় রেখে বাংলাদেশে এ ডিজিটাল ব্যাংকিং সেবাকে বাংলা ভার্সনে ব্যবহারের উপযোগী করতে হবে।

একুশে টেলিভিশনের পরিকল্পনা সম্পাদক ও ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) সভাপতি সাইফ ইসলাম দিলাল বলেন, ইউএনসিডিএফ খুব সময় উপযোগী একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। বর্তমান সময়ে আমরা সবকিছুতেই ডিজিটালাইজড হচ্ছি। এ ধরণের কর্মশালার মাধ্যমে এর ব্যবহারের দিক যেমন জানা যায়, তেমন ক্ষতিকর দিকও জানা যায়।প্রয়োজনের দিক বিবেচনায় আশা করবো ইউএনসিডিএফ আগামীতে আরো প্রশিক্ষণের আয়োজন করবে।

ইআরএফ সাধারণ সম্পাদক এস এম রাশেদুল ইসলাম বলেন, বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবার নানাবিধ সুবিধা রয়েছে।এর মাধ্যমে মানুষ আজ লেনদেনে সময় বাঁচাতে পারছে। স্বচ্ছতা রক্ষা করতে পারছে।নানাবিধ ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছে।তাই চমৎকার এ বিষয়টির উপর ইআরএফ কার্যালয়ে আরো একটি প্রশিক্ষণের প্রস্তাব রাখছি।

 

 

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি