ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ডিজিটাল পেমেন্টে বাড়ছে অর্থপাচার (ভিডিও)

মেহেদী হাসান

প্রকাশিত : ১১:০৭, ২৩ আগস্ট ২০২৩

ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহার করে অর্থপাচার বাড়ছে। অপরাধের লাগাম টানতে সরকারের বিভিন্ন সংস্থার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট- বিএফআইইউ। অর্থপাচার নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদরাও। 

আর্থিক লেনদেনের জন্য এখন স্বশরীরে ব্যাংকে যাওয়া জরুরি নয়। ডিজিটাল পেমেন্ট সিস্টেমে ঘরে বসেই করা যায় লেনদেন। তবে এই সুবিধার কিছু অপব্যবহারও হচ্ছে। দেশি-বিদেশি নানা অপরাধী চক্র অনলাইন জুয়া, গেমিং, বেটিং, ফরেক্স এবং ক্রিপ্টো ট্রেডের মাধ্যমে বেআইনি আর্থিক লেনদেন করছে। 

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ’র তথ্য বলছে, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মুদ্রাপাচার বা মানিলন্ডারিং ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা, সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ ও সাইবার ক্রাইম বিভাগের সহায়তা চেয়েছে বিএফআইইউ। 

বাংলাদেশ ব্যাংক নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, “পেমেন্ট সিস্টেমে অ্যাকাউন্ট থেকে কাকে পেমেন্ট করছে সেটা রেগুলেটরের পক্ষে বোঝা সম্ভব নয়। মানুষ যখন এই ধরনের ট্রাঙ্কজেকশন করছে তখন অর্থ পাচারের সুযোগ সৃষ্টি হচ্ছে। মানি লন্ডারিং আইনে শুধুমাত্র একটা মাত্র এজেন্সিকে দায়িত্ব দেয়া আছে, কিন্তু একটা এজেন্সির মাধ্যমে দেশব্যাপী এই বিষয়টি পর্যবেক্ষণে রাখা সম্ভব হচ্ছেনা। সেই ক্ষেত্রে সবার সহযোগিতা দরকার।”

অর্থনীতিবিদরা বলছেন, সরকারের সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে এসব অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে। 

অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর বলেন, “যারা এসব করছে তারা কিন্তু সংঘবদ্ধ একটি গোষ্ঠী। তাদেরকে চিহ্নিত করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে “

পাশাপাশি আসছে জাতীয় নির্বাচনকে সামনে রেখে মুদ্রাপাচার আরও বেড়ে যেতে পারে এবং তা নিয়ন্ত্রণে সতর্ক থাকার পরামর্শ অর্থনীতিবিদদের। 

ড. আহসান এইচ মনসুর বলেন, “আনসারটেন্টটি যখন বাড়বে তখনই পাচারটাও বাড়ে। নির্বাচনের সময়ে এই আনসারটেন্টটি ব্যাপকভাবে বেড়ে যায় এবং সে কারণে পাচার বাড়ে।”

বিদেশি অ্যাকাউন্ট ব্যবহারে করে যারা ক্রিপ্টো কারেন্সির লেনদেন করছেন, তাদের ধরা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষেও কঠিন হবে বলে মত বিশেষজ্ঞদের।  

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি