ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের আমরণ অনশনের ঘোষণা

প্রকাশিত : ১৫:৫৩, ৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:৫৩, ৬ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

৯ই  এপ্রিলের মধ্যে বেসরকারি নার্স নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল না করলে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশন। জাতীয় প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচী পালন করছেন বেকার নার্সরা। মেধা ও জৈষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবিতে তৃতীয় দিনের মত অবস্থান করছেন তারা। পাবলিক সার্ভিস কমিশন প্রকাশিত নার্স নিয়োগ বিজ্ঞপ্তির বিরুদ্ধে তাদের এই আন্দোলন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মেনে দেশে দুই লাখ নার্সের কোটা পূরণ করতে অবিলম্বে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। ডিপ্লোমা নার্স ও বেসিক বিএসসি ইন নার্সিং ডিগ্রিধারীদের কোটা নির্ধারনেও দাবি জানান তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি