ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডিভোর্সের কারণ দেখে বিস্মিত অপু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ৭ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৩:৪৫, ৭ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ডিভোর্স লেটার হাতে পেয়েছেন অপু বিশ্বাস। কিন্তু এটি দেখে দারুণভাবে বিস্মিত হয়েছেন তিনি। তার বিস্ময়ের কারণ ডিভোর্স লেটারে শাকিব খানের দেখানো মূল দুই কারণ নিয়ে। কারণ দুটির একটি হচ্ছে- অপু তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়কে ঘরে তালাবন্দি করে কলকাতায় ঘুরতে গেছেন। আর দ্বিতীয় কারণ সঙ্গে ছিল তার বয়ফ্রেন্ড।

ডিভোর্স লেটার হাতে পাওয়ার পর বিস্ময়ের সঙ্গে অপু বলেন, ‘যে দুটি কারণ দেখিয়ে আমাকে ডিভোর্স লেটার পাঠানো হয়েছে সেসব সত্যিই আমার কাছে বোধগম্য নয়। ১৭ নভেম্বর আমি আব্রামকে রেখে ভারতে যেতে বাধ্য হয়েছিলাম। কারণ আমার বেশ শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। তাই ওইদিন সকালেই আমি রিজেন্ট এয়ারওয়েজে ভারতে যাই। আমার ইচ্ছে থাকলেও ছেলেকে সঙ্গে নেয়া সম্ভব ছিল না।’

অপু বিশ্বাস আরও বলেন, ‘আর কথিত বয়ফ্রেন্ড বলে নায়ক বাপ্পিকে ঘিরে আমাকে নিয়ে যে মন্তব্য করা হচ্ছে এটা শুনে আমি বিস্মিত। আমি একা ভারতে চিকিৎসকের কাছে গিয়েছিলাম। কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে না। এটা কেন সাজানো হচ্ছে আমি জানি না। এটার প্রমাণ কি শাকিব খান দিতে পারবেন? আর বাপ্পির কথা এখানে কিভাবে এলো? বাপ্পি তো আমার অনেক জুনিয়র। আমাকে দিদি ডেকে সে সবসময়ই সম্মান করে।’

অপু বলেন, ‘আমি কাগজ হতে পেয়েছি, বিষয়টি নিয়ে আমি পরিবারের সঙ্গে আলোচনা করছি। খুব তাড়াতাড়ি এই বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলব।’

বিষয়টি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে অপু বলেন, ‘এখনো আমি বিষয়টি বিশ্বাস করতে পারছি না। এটা কী করে সম্ভব? এটা অনাকাঙ্ক্ষিত। এখানে শুধু আমাদের দুজনের বিষয় নয়, এখানে আমার সন্তানও জড়িত।’

 

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি