ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডিসেম্বরে মুক্তি পাচ্ছে পরীর ‘অন্তরজ্বালা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪২, ১৬ নভেম্বর ২০১৭ | আপডেট: ১০:৫২, ১৭ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

অন্তরজ্বালা’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি। রোমান্টিক গল্প নিয়ে এর কাহিনী আবর্তিত হয়েছে। মালেক আফসারি পরিচালিত এ ছবিটি আগামী ১৫ ডিসেম্বর মুক্তি পাবে।

এ প্রসঙ্গে পরীমনি জানান, ‘অন্তরজ্বালা’ ছবিতে তিনি একটি হিন্দু পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। ছবিটিতে এক প্রেমিকজুটির বিরহের চিত্র তুলে ধরা হয়েছে। পরীমনি বলেন, ‘আশা করি ১৫ ডিসেম্বর সবাই হলে গিয়ে অন্তরজ্বালা ছবিটি দেখবেন। আমি নিজেও এর মুক্তি ও দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার জন্য অপেক্ষা করছি।’

এদিকে ‘অন্তরজ্বালা’র পরের সপ্তাহে অর্থাৎ ২২ ডিসেম্বর পরীমনি অভিনীত অপূর্ব রানার ‘ইনোসেন্ট লাভ’ নামের আরো একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। ‘অন্তরজ্বালা` ছবিতে পরীমনির নায়ক জায়েদ খান এবং ‘ইনোসেন্ট লাভ` ছবিতে অভিনয় করেছেন জেফ।

অন্যদিকে ‘মনপুরা’ ছবির নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ ছবিটি আগামী বছর মুক্তি পাবে। এ ছবিতে পরীমনি শুভ্রা নামে একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন।

 

/ডিডি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি