ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ডি মারিয়ার অবিশ্বাস্য গোল! (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ৩ সেপ্টেম্বর ২০১৮

অসম্ভবকে সম্ভব করলেন আর্জেন্টাইন ফুটবলার অ্যাঙ্গেল ডি মারিয়া। কর্নার কিক থেকে বাঁকানো শটে দুর্দান্ত এক গোল করেছেন এ তারকা ফুটবলার। ফুটবলে সাধারণত এমন গোল দেখা যায় না। 

স্থানীয় সময় শনিবার রাতে ফরাসি লিগ ওয়ানে তাদের চতুর্থ ম্যাচে নিমস অলিম্পিকের মাঠে গিয়ে শুরুতে ২ গোল হজম করে ফেলেছিল নেইমারদের দল। তবে, দলের সেরা চার তারকা নেইমার, কাভানি, এমবাপে ও ডি মারিয়ার দুর্দান্ত চারটি গোলে ৪-২ ব্যবধানেই জয় নিয়ে ফিরে আসে ফরাসি জায়ান্টরা।

৪০ মিনিটে ডান প্রান্তে কর্নার কিক পায় পিএসজি। কিক নিতে যান ডি মারিয়া। তিনি বাম পায়ে সোজা শট নেন একেবারে পোস্ট লক্ষ্যে। কিন্তু বলটা বাতাসে বাক নিয়ে সোজা ঢুকে যায় নিমসের জালে। গোলের জন্য পিএসজির কোনো খেলোয়াড়েরই সাহায্যের প্রয়োজন হয়নি। এমনকি নিমসের কোনো ডিফেন্ডারও বলের নাগাল পাননি।

উল্লেখ্য, অ্যাঙ্গেল ডি মারিয়া বর্তমানে খেলছেন প্যারিস সেন্ট জার্মেইর হয়ে। 

ডি মারিয়ার সেই গোলের ভিডিওটি দেখুন -

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি