ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

ডি মারিয়ার জোড়া গোলে উড়ে গেলো মার্সেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১০, ১ মার্চ ২০১৮ | আপডেট: ১৩:৪৮, ১ মার্চ ২০১৮

নিয়মিত প্রথম একাদশে জায়গা না মেললেও সুযোগ পেয়েই জ্বলে উঠলেন আনহেল দি মারিয়া। বুধবার রাতে আর্জেন্টাইন উইঙ্গারের জোড়া গোলে মার্সেইকে ৩-০ গোলে হারিয়েছে প্যারিসের ক্লাবটি। এ জয়ের ফলে ফরাসি কাপের সেমি-ফাইনালে উঠে গেলো উনাই এমরির দল।

ঘরের মাঠে শেষ আটের ম্যাচটির আরেক গোলদাতা এদিনসন কাভানি। গত রোববার লিগ ওয়ানে দলটিকে একই ব্যবধানে হারিয়েছিল পিএসজি।

নেইমার ছাড়া খেলতে নেমে মোটেও ভাবনায় পড়তে হয়নি তাদের। পুরো ম্যাচে প্রায় দুই-তৃতীয়াংশ সময় বল দখলে রেখেই খেলেছিলো পিএসজি। বিরতির ঠিক আগে তাদের গোলের অপেক্ষা শেষ করেন দি মারিয়ার। ম্যাচের ৪৫তম মিনিটে ইউলিয়ান ড্রাক্সলারের পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে আর্জেন্টাইন উইঙ্গারের জোরালো শট এক জনের পায়ে লেগে সামান্য দিক পাল্টে পোস্ট ঘেঁষে বল জালে জড়ায়।

বিরতি থেকে ফিরে তৃতীয় মিনিটে আরেকটি সৌভাগ্যপ্রসূত গোলে ব্যবধান দ্বিগুণ করেন দি মারিয়া। বাঁ-দিক থেকে ইউরির বাড়ানো ক্রস ছয় গজ বক্সের মুখে অতিথিরা ঠেকাতে ব্যর্থ হলে পেয়ে যান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। তার শট জাপানিজ ডিফেন্ডার হিরোকি সাকাইয়ের গায়ে লেগে বল জালে জড়ায়।

ম্যাচের ৮১তম মিনিটে পিএসজির জয় নিশ্চিত করা গোলটি দারুণ পাসিং ফুটবলের ফল। মার্কো ভেরাত্তির বাড়ানো বল ড্রাক্সলার হেডে দেন অরক্ষিত কাভানিকে। আর দারুণ হাফ ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন ছন্দে থাকা উরুগুয়ের স্ট্রাইকার। ম্যাচের অবশিষ্ট সময় কোনো দল আর গোল করতে না পারায় বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

উল্লেখ্য, আগামী ৬ মার্চ নিজেদের মাঠেই ইউরোপ সেরা প্রতিযোগিতায় শেষ ষোলোর ফিরতি লেগে রিয়ালের মুখোমুখি হবে পিএসজি।

সূত্র: গোল ডট কম

একে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি