ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

ডুফা ক্লাবের সভাপতি রোমেল, সম্পাদক নাহিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৯, ১৩ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স-ডুফা ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও প্রথম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির বনানী কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে এ এস এম রফিক উল্লাহ রোমেল সানা সভাপতি পদে পুনঃনির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাহিদ হোসেন। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মোশাররফ হোসেন ভুঁইয়া। ডুফা ক্লাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ক্লাবের সদস্যদের ভোটে ১৩ জন বোর্ড অব ডিরেক্টর নির্বাচিত করা হয়। ডিরেক্টররা তাদের মধ্য থেকে সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ নির্বাচিত করেন।

নির্বাচিত ১৩ জন ডিরেক্টর হলেন, টিএম নুরুল আমিন প্যারিস, সুজন মাহমুদ, খান মেজবাউল আলম টুটুল এজাবুল হক তুহিন, মুশাররফ হোসেন ভুঁইয়া, গাজী শেখ ফরিড আহমেদ, আমিরুল ইসলাম আমু, জাকারিয়া আলম মামুন, শ্যামলি বেগম, মো. শাহ আলম, মো. শোয়েব আহমেদ চৌধুরী, এ এস এম রফিক উল্লাহ রোমেল, নাহিদ হোসেন।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি