ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ডুয়েটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৯, ১৭ মার্চ ২০১৮ | আপডেট: ২২:১১, ১৭ মার্চ ২০১৮

নানা কর্মসূচী ও যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন উদযাপন করলো ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর। 

আজ (১৭ মার্চ) শনিবার বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সূর্যোদয়ের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন, প্রশাসনিক ভবন, লাইব্রেরী ভবন ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

নানা কর্মসূচীর মধ্যে আরো ছিল ডুয়েট স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর রচনা প্রতিযোগিতা, বিশেষ আলোচনা সভা, শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দুপুরে বিশ্ববিদ্যালয়ের মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। 

এরপর ছাত্রছাত্রীদের অংশগ্রহণে রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে বঙ্গন্ধুর জীবন দর্শন শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে বঙ্গবন্ধুর ঘটনাবহুল জীবনের উপর চিত্র প্রদর্শনী এবং সন্ধ্যায় বঙ্গবন্ধুর জীবন ও দর্শনের ওপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি