ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৯ জন হাসপাতালে ভর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৭, ১৬ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ জন। এরমধ্যে ঢাকায় ২৮ এবং ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ২১ জন ভর্তি হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৭৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪৫১ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ২২৩ জন রোগী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৬১ হাজার ১৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৫৫৪ এবং ঢাকার বাইরে ২২ হাজার ৫৮৪ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ২৬৯ জন মারা গেছেন। 

অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ৬০ হাজার ৯৫ জন। এর মধ্যে ঢাকায় ৩৭ হাজার ৯৩৮ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২২ হাজার ১৫৭ জন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি