ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডেঙ্গু আক্রান্ত হয়ে ভিকারুননিসার আরও এক ছাত্রীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৪, ৮ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের জাহিন আনাম আঁচল নামে আরও এক ছাত্রী মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাসায় তার মৃত্যু হয়। আঁচল ভিকারুননিসা স্কুলের প্রধান শাখার (দিবা) বাংলা মাধ্যমের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

জানা গেছে, কয়েকদিন আগে তিনি ডেঙ্গু আক্রান্ত হন। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন জাহিন। বৃহস্পতিবার তিনি মারা যান। এ নিয়ে গত দুই মাসে ডেঙ্গুতে প্রাণ গেলো ভিকারুননিসার তিন ছাত্রীর।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ভিকারুননিসা নূন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী।

তিনি জানান, জাহিন আনাম আঁচল আমাদের মূল শাখার দশম শ্রেণির মেধাবী ছাত্রী ছিলেন। বাংলা ভার্সনের বি সেকশনে তার রোল ছিল ১৯।

জাহিনের অকাল মৃত্যুতে ভিকারুননিসা পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন কেকা রায় চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে দেওয়া এক শোক বার্তায় জাহিনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান তিনি।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি