ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসির বিশেষ অভিযান শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১, ১৯ সেপ্টেম্বর ২০২৪

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী মশা নিধন কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম। এই কার্যক্রম চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

উদ্বোধনী বক্তব্যে ডিএনসিসির প্রধান নির্বাহী জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের তথ্য সংগ্রহ করে সেসব এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। যেসব এলাকায় কাউন্সিলর নেই, সেখানে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা মনিটরিংয়ের দায়িত্ব পালন করবেন। এছাড়া, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জনসচেতনতা বৃদ্ধি করার জন্য প্রচারণাও চালানো হবে।

প্রসঙ্গত, রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। এবার শুধু ঢাকাই নয়, ঢাকার বাইরেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ বছরের শুরু থেকে বুধবার (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গুতে ১১৯ জনের মৃত্যু হয়েছে।

 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি