ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

ডেঙ্গু প্রতিরোধে আইনজীবীদের পরিচ্ছন্নতা অভিযান

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪৮, ৪ আগস্ট ২০১৯

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতিতে সুনামগঞ্জ জেলাতেও এ পর্যন্ত ৮ জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে। এডিস মশা প্রতিরোধে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে পরিষ্কার অভিযান করা হয়েছে।

রোববার সকালে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির ভবনের সামনে থেকে আশপাশের বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনার পরিষ্কার করে মশা নিরোধ স্প্রে ছিটানো হয়।এ সময় আইনজীবীরা ভবনের আশপাশে জমে থাকা পানি পরিষ্কারসহ এডিস মশা থেকে সচেতন থাকার আহবান জানান।

পরিষ্কার অভিযানে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকট চান মিয়া, সাধারণ সম্পাদক শাহারুল উসলামসহ সিনিয়র আইনজীবীবৃন্ধ। এদিকে সুনামগঞ্জ সদর হাসপাতালের তথ্য মতে, রোববার পর্যন্ত সুনামগঞ্জে ৮ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে সবাইকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।  
কেআই/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি