ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

ডেঙ্গু রোগীর সংখ্যা  কমেছে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫২, ১৪ আগস্ট ২০১৯


সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা  কমেছে ৪৩ শতাংশ। এ কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।  এদিকে, পাবনা ও মাদারীপুরে মারা গেছে ২ জন। আর, কিছু নতুন রোগী এসেছে বলে জানিয়েছে কয়েকটি হাসপাতাল কর্তৃপক্ষ। 
স্বাস্থ্য অধিদফতরের তথ্য সারা দেশে প্রায় ৪৩ শতাংশ ডেঙ্গু রোগী ভর্তির হার কমেছে। ঢাকায় কমেছে ২৯ শতাংশ, আর ঢাকার বাইরে ৫২ শতাংশ কমেছে। আর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে। 
এদিকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ডেঙ্গু বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে হাসপাতালটির সবশেষ তথ্য তুলে ধনের এর পরিচালক। বলেন গত ২ দিনে হাসপাতালটিতেূ রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। 
ঈদের পর ঢাকায় ফিরে আসা মানুষকে আরো সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 
এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 
নওগাঁ, টাঙ্গাইল ও ময়মনসিংহে নতুন করে আক্রান্ত ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে হাসপাতালে।    
সিরাজগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি অনেকাটা নিয়ন্ত্রনে এলেও, রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জন নতুন  ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি