ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে ইলন মাস্ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭, ৬ অক্টোবর ২০২৪

রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে যোগ দিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। গতকাল শনিবার (৫ অক্টোবর) পেনসিলভেনিয়ার বাটলার শহরে নির্বাচনের ঠিক ৩০ দিন আগে এ জনসভার যোগ দেন তিনি। 

শুরু থেকেই তিনি ট্রাম্পের বিরোধিতা করে আসলেও গত জুলাইতে ট্রাম্পকে দুই দফা হত্যাচেষ্টার পর থেকে ইলন মাস্ক তাকে সমর্থন দেন। প্রথমবারের মতো প্রকাশ্যে জনসমাবেশে তিনি ট্রাম্পকে পুনরায় নির্বাচিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এই বাটলার শহরেই গত ১৩ জুলাই একটি নির্বাচনী জনসভায় ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। অল্পের জন্য রক্ষা পান ডোনাল্ড ট্রাম্প। প্রাণে বেঁচে গেলেও গুলি লেগে ট্রাম্পের কান ফুটো হয়ে যায়। এসময় ট্রাম্পের এক সমর্থক নিহত হন।

জনসভায় তিনি ট্রাম্পের পাশে দাঁড়িয়ে দু’হাত উচিয়ে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগান দেন। উপস্থিত জনতাকে তিনি বলেন, আমেরিকার গণতন্ত্র রক্ষার জন্য ট্রাম্পকে আবার জিততে হবে। ডেমোক্রেটিক পার্টি জনগণের বাকস্বাধীনতা ও ভোটের অধিকার কেড়ে নিতে চায়। 

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি